মুন্সিগঞ্জে নারীর অধিকার হত্যা করা হচ্ছে!
হিজবুত তাহরির মৌলবাদীরা বলছে:
মেয়েরা বেশি পড়াশোনা করতে পারবে না
পুরুষরা একাধিক বিবাহ করবে
নাচ-গান নিষিদ্ধ
সাবধান! এগুলো শুধু ফতোয়া নয়, এটি আমাদের সমাজ ও ভবিষ্যতের উপর আঘাত।
নারী শিক্ষা বন্ধ = সমাজের অগ্রগতিকে থামানো।
একাধিক বিবাহ চাপিয়ে দেওয়া = নারীর স্বাধীনতা ও পরিবারকে ধ্বংস করা।
নাচ-গান নিষিদ্ধ = সংস্কৃতি ও আনন্দকে হত্যা।
আমরা চুপ থাকব না।
আমরা প্রতিবাদ করব।
আমরা নিশ্চিত করব নারী শক্তিশালী, সমাজ মুক্ত, সংস্কৃতি বাঁচানো থাকবে।
যেখানে নারীর অধিকার নষ্ট হয়, সেখানে সমাজও পতিত হয়। আমরা তা মানব না!
#নারীর_শিক্ষা #মৌলবাদবিরোধী #মুন্সিগঞ্জ #প্রগতিশীল_বাংলা #StopExtremism