Thu. Sep 11th, 2025

মৌলবাদী গোষ্ঠী সম্প্রতি ঘোষণা করেছে—“মেয়েরা বেশি পড়াশোনা করতে পারবে না।” শুনে রীতিমতো ধাক্কা লাগে। নারীর মৌলিক অধিকারকে ফতোয়ার আড়ালে বাধ্য করার এই চেষ্টা মানবতার প্রতি অবমাননা।

শিক্ষিত নারী কখনো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। তারা প্রশ্ন তোলে, নিজের চিন্তা প্রকাশ করে, এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। আর এটাই তাদের ভয়। তারা চায় নারীরা শুধু ঘরে বন্দি থাকুক, শিক্ষার আলো থেকে দূরে। কিন্তু আমরা নীরব থাকব না।

ইসলাম ও ইতিহাস প্রমাণ করে—নারীর শিক্ষার অধিকার সর্বদা স্বীকৃত। মৌলবাদীরা এটিকে বিকৃত করে নিজেদের শাসনের হাতিয়ার বানাচ্ছে। তাদের উদ্দেশ্য নারীর স্বাধীনতা সীমিত করা। কিন্তু শিক্ষার আলোকে কেউ নিঃশেষ করতে পারবে না।

প্রতিটি মেয়েকে পড়াশোনার সুযোগ দেওয়া মানে সমাজকে আলোকিত করা। প্রতিটি বই, প্রতিটি ক্লাস, প্রতিটি শিক্ষার মুহূর্তই নারীর স্বাধীনতার হাতিয়ার। ফতোয়া দিয়ে তাদের বাঁধা দেওয়া যাবে না।

আমরা চাই নারীরা শিক্ষিত হোক, শক্তিশালী হোক, স্বাবলম্বী হোক। আমরা চাই নারী অধিকার নিশ্চিত হোক—কারণ নারীই সমাজের পরিবর্তনের মূল শক্তি। আমরা নীরব থাকব না। আমরা প্রতিবাদ করব, সচেতনতা তৈরি করব, এবং প্রতিটি মেয়েকে শিক্ষার অধিকার নিশ্চিত করব।