Thu. Sep 11th, 2025

মৌলবাদী গোষ্ঠী সম্প্রতি ঘোষণা করেছে—“মেয়েরা বেশি পড়াশোনা করতে পারবে না।” শুনে রীতিমতো ধাক্কা লাগে। কীভাবে কেউ এক মানবিক অধিকারকে ফতোয়ার আড়ালে দমন করতে চায়! এটা ধর্ম নয়, এটি এক ধরনের নিয়ন্ত্রণ ও ক্ষমতার খেলা।

শিক্ষিত নারী কখনো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। তারা প্রশ্ন তোলে, চিন্তা করে, নিজের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে। আর এটাই তাদের ভয়। তারা চায় মেয়েরা ঘরে বন্দি থাকুক, সমাজের আলো থেকে দূরে। কিন্তু আমরা নীরব থাকব না।

ইসলাম ও ইতিহাস প্রমাণ করে—নারী শিক্ষার অধিকার সর্বদা স্বীকৃত। মৌলবাদীরা এটিকে বিকৃত করে নিজেদের ইচ্ছার হাতিয়ার বানাচ্ছে। তারা চায় নারীর স্বাধীনতা সীমিত হোক, কিন্তু তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।

প্রতিটি মেয়েকে পড়াশোনার সুযোগ দেওয়া মানে সমাজকে আলোকিত করা। প্রতিটি বই, প্রতিটি ক্লাস, প্রতিটি শিক্ষার মুহূর্তই নারীর স্বাধীনতার হাতিয়ার। ফতোয়া দিয়ে এই শক্তিকে বন্ধ করা যাবে না।

আমরা চাই না অন্ধবিশ্বাসের শৃঙ্খল। আমরা চাই নারীরা শিক্ষিত, শক্তিশালী, স্বাধীন হোক। এই লড়াই শুধু মেয়েদের জন্য নয়, আমাদের সমাজের জন্য। আমরা নীরব থাকব না—আমরা প্রতিবাদ করব, সচেতনতা তৈরি করব, এবং প্রতিটি মেয়েকে শিক্ষার অধিকার নিশ্চিত করব।