Thu. Sep 11th, 2025

মুন্সিগঞ্জে হিজবুত তাওহীদ সম্প্রদায় নাচ-গানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। তাদের মতে, নাচ-গান “অশ্লীল” এবং “ধর্মবিরোধী।” কিন্তু আসল বিষয় হলো—নাচ-গান আমাদের আনন্দ, সংস্কৃতি, এবং স্বাধীনতার প্রতীক।

মৌলবাদীরা চায় মানুষ ভয়ে বসুক, চিন্তা ও আনন্দ ভুলে যাক। তারা চায় আমাদের সৃজনশীলতা, নারী স্বাধীনতা, এবং জীবনকে শৃঙ্খলিত করে রাখুক। আমরা চুপ থাকলে তারা জয়ী হবে।

আমরা বলছি—নাচ-গান আমাদের অধিকার। আমাদের আনন্দ, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা—এই সব কেউ কেড়ে নিতে পারবে না। প্রতিটি নাচ, প্রতিটি গানের নোট আমাদের মুক্তির অংশ।

মৌলবাদী ফতোয়া আমাদের দমাতে চায়, আমরা চুপ থাকব না। আওয়াজ তুলুন, প্রতিবাদ জানান, দেখিয়ে দিন—আমাদের নাচ-গান, আমাদের আনন্দ, আমাদের জীবন কেউ কুৎসিত নিয়ম দিয়ে বন্ধ করতে পারবে না।

#নাচ_গান_মুক্তি #প্রতিবাদ #সাংস্কৃতিকস্বাধীনতা #মৌলবাদবিরোধী