মৌলবাদীরা একবারে আবার আমাদের সমাজের সামনে নিজেদের দারুণভাবে প্রকাশ করলো। হিজবুত তাওহীদ সম্প্রদায়ের মোল্লা হায়দার আজমের ফতোয়া স্পষ্ট বার্তা দিচ্ছে—নারীর শিক্ষা, স্বাধীনতা, স্বপ্ন সবই তাদের চোখে অমঙ্গল। তারা চায় আমাদের ছেলে-মেয়েরা চিন্তা না জানুক, নিজের পায়ে দাঁড়াতে না জানুক। তারা চায় পুরোনো কুসংস্কারকে ফিরিয়ে নিয়ে আসুক।
আমরা কি চুপচাপ বসে থাকব? না! তাদের ফতোয়া আমাদের জন্য একটি সতর্কবার্তা—যেখানে মৌলবাদী পায় জায়, সেখানে আলো নিভে যায়। আমাদের বাচ্চারা যদি শিক্ষার আলো না পায়, তারা বড় হবে অন্ধকারের শিকার। আমরা আর পারব না এমন প্রতিনিয়ত শান্ত থাকার।
নারীর শিক্ষা, স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে কোনো আপোষ নেই। আমরা বলছি—যে কেউ নারীর শিক্ষার পথে বাধা দেবে, তার মুখে আমরা আমাদের প্রতিবাদের শব্দ জোরে ছুঁড়ে দেব। আমাদের সমাজকে, আমাদের শিশুদের, আমাদের ভবিষ্যতকে কেউ আবার দমন করতে পারবে না।
মৌলবাদী ফতোয়া চাপে রাখতে চায়, কিন্তু আমরা থেমে থাকব না। সময় এসেছে চুপ থাকা বন্ধ করে প্রতিবাদে ঢালু হওয়ার। আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, এবং দেখিয়ে দিন—আমাদের সমাজ অন্ধকার যুগে ফিরবে না।