Thu. Sep 11th, 2025

মুন্সিগঞ্জে হিজবুত তাহরির কিছু মৌলবাদী নেতা সম্প্রতি নারী শিক্ষার বিরুদ্ধে এক অমানবিক ফতোয়া জারি করেছেন। তাদের বক্তব্য, মেয়েরা বেশি পড়াশোনা করতে পারবে না এবং কোনো স্বাধীনতা পাবে না। এই ধরনের চিন্তাধারা শুধু নারীর স্বপ্নকে গলায় ফাঁসানোর মতো, বরং সমাজের অগ্রগতিকেও বাধাগ্রস্ত করে।

মৌলবাদী দৃষ্টিভঙ্গি সবসময় নারীর প্রতি অবমাননাকর। তারা নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা ও শিক্ষা দেখে আতঙ্কিত হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন—যে সমাজে নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী, সেই সমাজই শক্তিশালী, উন্নত ও ন্যায়সংগত। নারী শিক্ষার বিরুদ্ধে ফতোয়া দেওয়া মানে মানবতার অগ্রগতিকে থামিয়ে দেওয়া।

ইসলামের প্রকৃত শিক্ষাই নারীর মর্যাদা ও শিক্ষাকে সমর্থন করে। ইতিহাস এবং বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ করে, নারী শিক্ষিত হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র—সবকিছুই সমৃদ্ধ হয়। তাই মৌলবাদীদের এই অন্ধকার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করা আমাদের দায়িত্ব।

মুন্সিগঞ্জের এই উদাহরণ আমাদের জন্য সতর্কবার্তা: নারী শিক্ষার বিরুদ্ধে কোনো ফতোয়া মানে সমাজকে অন্ধকারে ফেলে দেওয়া। এখনই সময় দাঁড়ানোর, সচেতন হওয়ার এবং শিক্ষার আলোকে অন্ধকারের বিরুদ্ধে জ্বালানোর। নারী শিক্ষা রোধ করা বন্ধ করুন, কারণ শিক্ষিত নারীই সমাজের প্রকৃত আলো।